তারকাদের সংসার যেন তাসের ঘর। আজ আছে তো কাল নেই। কেউ এক বসন্ত কাটিয়ে হাঁপিয়ে ওঠেন। কেউ লম্বা সময় পার করে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। এবার এই দলে নাম উঠল ঐশ্বরিয়ার। পারিবারিক আদালতে স্বামীর সঙ্গে বিচ্ছেদের আবেদন করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বিজ্ঞাপন
বছর দুয়েক হলো স্বামী দক্ষিণি অভিনেতা ধানুশের সঙ্গে আলাদা হয়ে গেছেন রজনীকান্ত কন্যা ঐশ্বরিয়া। তখনই দিয়েছিলেন বিচ্ছেদের ঘোষণা। এবার আনুষ্ঠানিকভাবে আদালতে করলেন আবেদন।
২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ধানুশ-ঐশ্বরিয়া। তাদের ইয়াত্রা ও লিঙ্গা নামে দুজন পুত্রসন্তান রয়েছে। ১৮ বছর যৌথজীবন কাটিয়ে ২০২২ সালে দুজনে দেন দাম্পত্য জীবনের বন্ধন আলগা হয়ে যাওয়ার খবর।
আরও পড়ুন: ব্রাজিলিয়ান মডেলের সঙ্গে শাহরুখের ছেলের ভিডিও ভাইরাল
বিজ্ঞাপন
সেসময় নিজের এক্স হ্যান্ডেলে ধানুশ লিখেছিলেন, ‘১৮ বছর ধরে আমাদের একসঙ্গে থেকেছি। এ সময় বন্ধু হিসেবে, মা-বাবা হিসেবে, এ আমরা সব সময় একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে থেকেছি। আমাদের এই সময়ের বোঝাপড়ার ভ্রমণটা দারুণ ছিল। আজ থেকে আমরা এমন এক পথে যাচ্ছি, যেটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিচ্ছেদে যাচ্ছি। আমরা বোঝাপড়ার জন্যও সময় নিয়েছি। দয়া করে আমাদের এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন।’
অন্যদিকে ইনস্টাগ্রামে ভেসে ওঠে ঐশ্বরিয়ার মনের কথা। সেখানে তিনি লেখেন, ‘কোনো ক্যাপশনের প্রয়োজন নেই। একমাত্র আপনাদের বোঝাপড়া ও ভালোবাসার প্রয়োজন অনুভব করছি।’