মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

ব্রাজিলিয়ান মডেলের সঙ্গে শাহরুখের ছেলের ভিডিও ভাইরাল 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৪, ১২:৫০ পিএম

শেয়ার করুন:

loading/img

কদিন আগে গুঞ্জন ছড়িয়েছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে নিয়ে। তিনি নাকি প্রেমে মজেছেন। তবে বলিউডের কোনো সুন্দরীর সঙ্গে না, হৃদয়ের লেনদেন করতে বেছে নিয়েছেন ফুটবলের দেশে ব্রাজিলের সুন্দরী লারিসা। এ খবর চাউর হওয়ার পরই সামাজিক মাধ্যেম ছড়িয়ে পড়ল বাদশাহ পুত্রের সঙ্গে লারিসার ভিডিও।

আরিয়ান ও লারিসার প্রেমের খবর পাঁচকান হতে না হতেই সামাজিক মাধ্যেম ছড়িয়ে পড়েছে ভিডিওটি। সেখানে একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন বাদশা-পুত্র। মার্টিন গ্যারিক্সের পাশে আরিয়ান, আর ঠিক পেছনেই লারিসা। গানের তালে নাচছেন লারিসা। ঘন ঘন উড়ন্ত চুমু ছুড়ছেন আরিয়ানকে। এমন কাণ্ড দেখে হাসি আরিয়ানের ঠোঁটে। যদিও ক্যামেরা দেখতেই সাবধান হয়ে যান তিনি।


বিজ্ঞাপন


দেশ ব্রাজিল হলেও ভারতে বাস লারিসার। বিচরণ বলিউডে। পেশায় অভিনেত্রী। অক্ষয় কুমার, জন আব্রাহমের ‘দেশি বয়েজ়’ ছবির হিট গান ‘সুভা হোনে না দে’ দিয়ে বলিউডে কাজ শুরু করেছিলেন। টাইগার শ্রফ, সুরাজ পাঞ্চোলির সঙ্গেও কাজ করেছেন।

সম্প্রতি আরিয়ানের ইনস্টাগ্রামে দেখা গেছে তিনি লারিসাকে অনুসরণ করেন। শুধু এই অভিনেত্রীকে নয়, তার গোটা পরিবারকেই অনুসরণ করেন বাদশা-পুত্র। জানা যাচ্ছে, লারিসার মাকে জন্মদিনে নাকি উপহারও পাঠিয়েছেন আরিয়ান। তা-ও আবার নিজের ব্র্যান্ডের পোশাক।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর


News Hub