বিনোদন ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৩, ১২:০৯ পিএম
অবশেষে বলিউড তারকা সালমান খানের বাড়িতে বাজছে বিয়ের বাদ্য। এ বছরের শেষেই বসবে বিয়ের আসর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
আরও পড়ুন: মালাইকার জন্মদিনে দেখা মিলল না প্রেমিক অর্জুনের
তবে এতে সালমান অনুরাগীদের খুশি হয়ে লাভ নেই। কেননা ভাইজান চিরকুমার তকমা মুছে ফেলছেন না। শোনা যাচ্ছে, দীর্ঘদিন সিঙ্গেল লাইফ কাটানোর পর বিয়ে করতে যাচ্ছেন তার ভাই আরবাজ খান।
মালাইকা অরোরার সঙ্গে আরবাজের বিবাহবিচ্ছেদ হয়েছে বছর কয়েক আগে। এরপর জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। সেই সম্পর্কও শেষ হয়েছে অনেক দিন হলো। তারপর থেকেই একা ছিলেন তিনি।
আরও পড়ুন: অর্জুনের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন মালাইকা?
এখন তার মনে বসন্ত। কে তার প্রেমিকা জানেন? শোনা যাচ্ছে মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আরবাজ। ‘পাটনা শুক্লা’র সেটে একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে পড়েন তারা। এবার নিয়েছেন বিয়ের সিদ্ধান্ত। যদিও এখন পর্যন্ত মুখে কুলুপ এঁটেছেন দু’জনেই। বিয়ে নিয়ে আপাতত কিছুই বলছেন না তারা।
১৯৯৮ সালে মালাইকাকে বিয়ে করেছিলেন আরবাজ। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। ২০১৭ সালে দীর্ঘ ১৭ বছরের সংসারের ইতি টানেন তারা। শোনা যায়, অর্জুনের সঙ্গে প্রেমের কারণেই আরবাজের ঘর ছেড়েছেন মালাইকা।
আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরে ২০১৯ সালে অর্জুনের সঙ্গে প্রেমের কথা ঘোষণা করেন মালাইকা। লিভ ইন করছেন তারা। এবার আরবাজও খুঁজে নিয়েছেন নিজের সঙ্গিনী। সম্পর্কটাকে কাগজের কলমে বাঁধতে চাইছেন তিনি।