মাস খানেক ধরে মালাইকা অরোরা ও অর্জুনের কাপুরের বিচ্ছেদের গুঞ্জন চলছে। এরমধ্যে কিছু নিদর্শনও মিলেছে। অর্জুনের পরিবারের একাধিক সদস্যকে সামাজিক মাধ্যমে আনফলো করেছেন পর্দার মুন্নি। অন্যদিকে অর্জুনকেও দেখা গেছে অন্য এক নারীর সঙ্গে।
গুঞ্জনের এমন ডালপালা মেলার দিনেই জন্মদিন এলো মালাইকার। গতকাল সোমবার ৪৮ এ পা রেখেছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করে তিনি জানান দিয়েছেন, বেশ জমিয়েই জন্মদিন পালন করেছেন তিনি। তবে সেখানে টিকিটি খুঁজে পাওয়া যায়নি প্রেমিক অর্জুনের।
বিজ্ঞাপন
এমন চিত্র দেখে নেটিজেনদের মনে প্রশ্ন, তবে কি ভেঙেই গেল মালাইকা-অরজুনের প্রেম? প্রশ্নটি যখন ডালপালা মেলছিল ঠিক তখন নেটমাধ্যমে এসে থামিয়ে দিলেন অর্জুন। প্রকাশ করলেন একটি ছবি। সেখানে দেখা গেল। মালাইকার গলা জড়িয়ে আছেন তিনি।
শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে অর্জুন লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা! এই ছবিটা একেবারে আমাদের সম্পর্কের মতো। তুমি আমার জীবনের হাসি-খুশি, আনন্দের সবটুকু। পরিস্থিতি যতই কঠিন হোক, আমি চিরকাল তোমার পাশে থাকব।’
অর্জুনের এই পোস্ট থেকে স্পষ্ট হয়েছে এখনও পর্যন্ত একে অপরের হাত ছাড়েননি তারা। তবে সম্পর্কে যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, তা-ও এক প্রকার পরিষ্কার অর্জুনের পোস্ট থেকেই।
বিজ্ঞাপন
১৯৯৮ সালে অভিনেতা-নির্মাতা আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা। তার একটি পুত্র সন্তানও রয়েছে। ২০১৭ সালে দীর্ঘ ১৭ বছরের সংসারের ইতি টানেন অভিনেত্রী। শোনা যায়, অর্জুনের সঙ্গে প্রেমের কারণেই আরবাজের ঘর ছেড়েছেন মালাইকা।
কয়েক বছর ধরে একে অপরকে ডেট করছেন অর্জুন-মালাইকা। ছুটি কাটাতে গিয়ে সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে সম্পর্কের শিলমোহর দেন এ জুটি। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরে ২০১৯ সালে অর্জুনের সঙ্গে তার প্রেমের কথা ঘোষণা করেন মালাইকা।