সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

অর্জুনের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন মালাইকা? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩, ০৩:০২ পিএম

শেয়ার করুন:

loading/img

দিন কয়েক আগে গুঞ্জন চাউর হয়, মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন অভিনেতা অর্জুন। এরইমধ্যে রটনা রটে, নতুন প্রেমে মজেছেন অভিনেতা। এবার অর্জুনের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন মালাইকা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সামাজিক মাধ্যমে অর্জুনের পরিবারকে ‘আনফলো’ করেছেন বলিউড অভিনেত্রী। শ্রীদেবীর মৃত্যুর পর বাবা বনি কাপুর, দুই বোন জাহ্নবী কাপুর ও খুশি কাপুরের সঙ্গে সম্পর্কের উন্নতি হয় অর্জুনের। সেই সূত্রে জাহ্নবী ও খুশিকে এতদিন ইনস্টাগ্রামে ফলো করতেন মালাইকা। তালিকায় ছিলেন বনি কপূরও। ছিলেন অর্জুনের বোন অংশুলা কপূরও। তাদের সবাইকেই আনফলো করেছেন অভিনেত্রী।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মায়ের দ্বিতীয় বিয়ে দিলেন অভিনেতা

এছাড়া ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্টও শেয়ার করেন মালাইকা। সেখানে যাতে লেখা ছিল, ‘সাহসের সঙ্গে নিজের জীবন যাপন করতে হবে। অসম্ভবকে সম্ভব করার বিশ্বাস রাখতে হবে। যারা পাশে থাকার, তারা তোমার পাশেই থাকবেন।’

মালাইকার পোস্ট দেখে অনুরাগীদের ধারণা, মুখ না খুললেও পোস্টের মাধ্যমে অর্জুনের সঙ্গে বিচ্ছেদেরই ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার তারকা এবং অভিনেত্রী কুশা কাপিলার সঙ্গে আজকাল অর্জুন কাপুরকে বহু জায়গায় দেখা গেছে। সম্প্রতি করণ জোহরের পার্টি থেকে নাকি অর্জুনের সঙ্গে বন্ধুত্ব কুশার। সেই বন্ধুত্ব থেকেই প্রেম। তবে এই গুঞ্জন নাকচ করে দিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: নগ্ন ভিডিও করা রাখির পেশা, বললেন প্রাক্তন স্বামী


বিজ্ঞাপন


১৯৯৮ সালে অভিনেতা-নির্মাতা আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা। তার একটি পুত্র সন্তানও রয়েছে। ২০১৭ সালে দীর্ঘ ১৭ বছরের সংসারের ইতি টানেন অভিনেত্রী। শোনা যায়, অর্জুনের সঙ্গে প্রেমের কারণেই আরবাজের ঘর ছেড়েছেন মালাইকা।

কয়েক বছর ধরে একে অপরকে ডেট করছেন অর্জুন-মালাইকা। ছুটি কাটাতে গিয়ে সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে সম্পর্কের শিলমোহর দেন এ জুটি। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরে ২০১৯ সালে অর্জুনের সঙ্গে তার প্রেমের কথা ঘোষণা করেন মালাইকা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন