জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৪ পিএম
দুই বছর পর অবশেষে একসঙ্গে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৯০ জন। ক্যাডারকেন্দ্রিক বৈষম্যসহ নানা দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে একদিনের কর্মবিরতি কর্মসূচি ঘোষণার মধ্যেই এই পদোন্নতি দেওয়া হয়েছে। তবে এতে খুশি নন শিক্ষা ক্যাডারের এই সংগঠনটির নেতারা।
বুধবার (২৭ সেপ্টেম্বর) পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারির পর বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেওয়া হয়।
সংগঠনের সভাপতি অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী ও মহাসচিব মো. শওকত হোসেন মোল্যা স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, এই পদোন্নতিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির দাবির প্রতিফলন ঘটেনি। এরূপ পদোন্নতি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। তাই পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের মতোই পুরো শিক্ষা ক্যাডার পরিবার হতাশ।
বিবৃতিতে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শিক্ষা ক্যাডারে বিদ্যমান নানা সমস্যা সমাধানের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। গুরুত্ব বিবেচনায় যোগ্য সকল কর্মকর্তার পদোন্নতির জন্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে, দাবি জানানো হয়েছে। বর্তমানে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে ২৪তম থেকে ২৭তম বিসিএস পর্যন্ত পদোন্নতি যোগ্য কর্মকর্তা আছেন প্রায় ৩ হাজার জন। অথচ দুই বছর পদোন্নতি না দিয়ে পদোন্নতি জট তৈরি করা হয়েছে। প্যাটার্ন অনুযায়ী পদসৃজন না করে পদোন্নতি সমস্যাকে আরও তীব্রতর করা হয়েছে।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির এই নেতৃদ্বয় আরও বলেন, আমাদের বারবার আশ্বাস দিয়েও বিভিন্ন টালবাহানা করে সময়ক্ষেপণ করা হয়েছে। পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের পারিবারিক ও সামাজিক মর্যাদা সমুন্নত রাখা এবং কর্মস্পৃহা ধরে রাখার স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সুপার নিউমারারি পদে পদোন্নতির সুযোগ তৈরির একটি নির্দেশনা রয়েছে। বিষয়টি সমিতি বারবার কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দিয়েছে। কিন্তু সেটিকেও কোনো বিবেচনায় নেওয়া হয়নি। আজ মাত্র ৬৯০ জন কর্মকর্তার পদোন্নতি আদেশ দেওয়া হয়েছে। এটা স্মরণাতীতকালের সহযোগী অধ্যাপক পদে সর্বনিম্ন সংখ্যক পদোন্নতি।
আরও পড়ুন
এই পদোন্নতিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির দাবির প্রতিফলন ঘটেনি- এমনটা দাবি করে বিবৃতিতে বলা হয়, এরূপ পদোন্নতি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের মতোই পুরো শিক্ষা ক্যাডার পরিবার হতাশ। যোগ্য সকল কর্মকর্তার পদোন্নতি ব্যতীত নগণ্য সংখ্যক পদোন্নতি বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নিকট গ্রহণযোগ্য নয়। আমরা এই প্রহসনের পদোন্নতির তীব্র প্রতিবাদ জানাই।
বিবৃতিতে নেতৃবৃন্দ দ্রুততম সময়ে সাপ্লিমেন্টারি ডিপিসি সভা করে সকল স্তরে যোগ্য সব কর্মকর্তার পদোন্নতি প্রদানের জোর দাবি জানান।
বিইউ/আইএইচ