সহকারী রাজস্ব কর্মকর্তা থেকে রাজস্ব কর্মকর্তা হিসেবে চারজনকে পদোন্নতি দিয়েছে ঢাকা ওয়াসা। উচ্চতর সিলেকশন বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী এই পদন্নোতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) এ বিষয়ে ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর স্বাক্ষরিত এক অফিস আদেশ জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়েছে, পদন্নোতি প্রাপ্তদের চাকরি ওয়াসা আইন ১৯৯৬ এবং ঢাকা ওয়াসার চাকরি প্রবিধানমালা ২০১০ অনুযায়ী পরিচালিত হবে। কর্তৃপক্ষের কাজের স্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের বর্তমান পোস্টিং অপরিবর্তিত থাকবে।
রাজস্ব কর্মকর্তা হিসেবে পদন্নোতি প্রাপ্তরা হলেন- রাজস্ব জোন-১ এর রাজস্ব কর্মকর্তা এ এইচ এম নূরে জালাল, নারায়ণগঞ্জ রাজস্ব জোনের কর্মকর্তা আবু জাফর মশিউর রহমান, রাজস্ব জোন-৪ এর রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান এবং রাজস্ব জোন-৯ এর রাজস্ব কর্মকর্তা এনায়েত করিম।
ডিএইচডি/আইএইচ

