images

সারাদেশ

নাসিরনগরে বড়শিতে ধরা পড়লো ১২ কেজির বাঘাইড় 

জেলা প্রতিনিধি

২৬ ডিসেম্বর ২০২৫, ০২:১১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জেলের বড়শিতে ধরা পড়েছে ১২ কেজি ৬০০ গ্রামের বাঘাইড় মাছ। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার গোয়ালনগর এলাকার মেঘনা নদীতে মাছটি ধরা পড়ে। 

আরও পড়ুন: লক্ষ্মীপুরে মা ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক সভা

পরে এক হাজার ৫০ টাকা কেজি দরে মাছটি বাজারে বিক্রি করেন স্থানীয় জেলে জাকারিয়া।

স্থানীয় সাংবাদিক মিহির দেব জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা হাওর বেষ্টিত হওয়ায় দেশীয় মাছের জন্য বিখ্যাত। স্থানীয় চাহিদা মিটিয়ে এ এলাকার মাছ জেলা সদরসহ অন্যান্য এলাকায়ও যায়। হাওরের পাশাপাশি মেঘনা নদী থেকেও মাছ ধরেন এখানকার জেলেরা।

আরও পড়ুন: মা ইলিশ ধরার অপরাধে এক জেলের কারাদণ্ড

তিনি জানান, শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে নাসিরনগর সদরের মৎস্য বাজারে জাকারিয়া নামে এক জেলে ১২ কেজি ৬০০ গ্রামের একটি বাঘাইড় মাছ নিয়ে আসেন। পরে বাজার থেকে শ্রীঘরের সাদ্দাম মিয়া এক হাজার ৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। বৃহস্পতিবার রাতে জাকারিয়া গোয়ালনগর এলাকার মেঘনা নদী থেকে বরশি দিয়ে মাছটি ধরেন।

প্রতিনিধি/ এমইউ