বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লক্ষ্মীপুরে মা ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক সভা

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৪, ০৩:২১ পিএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে মা ইলিশ সংরক্ষণ সচেতনতামূলক সভা

লক্ষ্মীপুরে মা ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় জেলেদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফরিদপুরে ইলিশের আড়তে অভিযান

লক্ষ্মীপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার বাস্তবায়নে এ সচেতনতামূলক সভা সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন - ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি, সদর উপজেলার মেরিন ফিশারিজ অফিসার, মৎস্যজীবী সমিতির সদস্য মো. আবুল বাশার ও জয়েন্ট সেক্রেটারি নজরুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন: শায়েস্তাগঞ্জে ১৪৪ ধারা জারি


বিজ্ঞাপন


বক্তারা বলেন, আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা। তখন আর আমরা কারোর জন্য সুপারিশ করবো না। একইসাথে মা ইলিশ সংরক্ষণ করতে হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর