পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ ধরার অপরাধে এক জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ইলিশ মাছের প্রজনন মৌসুমে উপজেলার কঁচা নদীতে বুধবার (৩০ অক্টোবর) বিকেলে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করার অপরাধে এক জেলেকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
আরও পড়ুন: শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করায় ১৫ জেলে আটক
এ সময় অবৈধ পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
বুধবার বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান কাউখালীর বেকুটিয়া এলাকার কঁচা নদীতে অভিযান পরিচালনা করার সময় আলী হোসেনের ছেলে মেহেদী হাসানকে (২৭) মা ইলিশ শিকারের অভিযোগে আটক করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত জেলেকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ।
বিজ্ঞাপন
কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, প্রজনন মৌসুমে কাউখালীতে অবৈধভাবে ইলিশ মাছ শিকারের অপরাধে এ পর্যন্ত পাঁচজন জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

