images

সারাদেশ

রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

জেলা প্রতিনিধি

০৪ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ এএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ আসনে (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। 

সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: আওয়ামী লীগ নেতা হাবিব গ্রেফতার

রাজবাড়ী-১ আসনে প্রার্থী হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন। তার আগে তিনি রাজবাড়ী পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র ছিলেন।

আরও পড়ুন: কমলনগরে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

তিনি ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। ২০১৮ সালে ভোট কারচুপির অভিযোগে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন তিনি।

প্রতিনিধি/ এমইউ