ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার তিনবারের সাবেক মেয়র এবং পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কমলনগরে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার
গতকাল সোমবার (১১ আগস্ট) রাতে ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোড এলাকার স্কাইমুন টাওয়ারের নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হাবিবুর রহমান হাবিব আত্মগোপনে চলে যান।
আরও পড়ুন: ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে’
বিজ্ঞাপন
গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় হাবিবুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।’
প্রতিনিধি/ এমইউ

