জেলা প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৫, ০৬:৫৫ পিএম
গাজীপুর রেড ক্রিসেন্ট যুব (আরসিওয়াই) স্বেচ্ছাসেবকদের জন্য ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম (ইউডিআরটি) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন - বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান কাজী ছাইয়্যেদুল আলম বাবুল।
আরও পড়ুন: অসহায় নারীকে সেলাই মেশিন উপহার দিলেন জেলা প্রশাসক
এ সময় আরও বক্তব্য দেন - জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন টুলু, নির্বাহী সদস্য হাসান জুন্নুরাইন সোহেল। অনুষ্ঠানে ২৫ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র বিতরণ করা হয়।
আরও পড়ুন: শিক্ষার্থীদের জন্য ফলজ চারা রোপণ করল বিওয়াইও
এ সময় প্রশিক্ষণে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার জন্য এ প্রশিক্ষণ কাজে লাগবে। রেড ক্রিসেন্ট যে উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে, সেই উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা। এই সংগঠন থেকে স্বেচ্ছাসেবীরা দুর্যোগ মোকাবেলা এবং মানুষের পাশে থাকার জন্য কাজ করবেন।
প্রতিনিধি/ এমইউ