শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অসহায় নারীকে সেলাই মেশিন উপহার দিলেন জেলা প্রশাসক

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০৩ জুন ২০২৫, ০৭:১৩ পিএম

শেয়ার করুন:

অসহায় নারীকে সেলাই মেশিন উপহার দিলেন জেলা প্রশাসক

ভাগ্যের চাকা ঘোরানোর আশায় গৃহকর্মীর কাজ করার জন্য চলতি বছরের গত ২৭ এপ্রিল সৌদি আরবে পাড়ি জমান ঝালকাঠি সদর উপজেলার নতুন চর ঝালকাঠি এলাকার ভ্যানচালক শওকত বেপারীর স্ত্রী বৃষ্টি আক্তার (৩২)। এরপর আকামা জটিলতার কারণে এক মাস ১২ দিন পর গত ১১ মে তাকে বাংলাদেশে ফেরত আসতে হয় ।  

অসহায় বৃষ্টি আক্তারের ভাগ্য বিড়ম্বনার খবর জানতে পেরে একটি সেলাই মেশিন উপহার দেন ঝালকাঠির জেলা প্রশাসক।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাজীপুরে নালা উদ্ধারে উচ্ছেদ অভিযান

মঙ্গলবার (৩ জুন) বিকেলে জেলা প্রশাসকের কক্ষে সেলাই মেশিন তুলে দেন ডিসি মোহাম্মদ আশরাফুর রহমান। এ সময় ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার উপস্থিত ছিলেন। 

সেলাই মেশিন পেয়ে বৃষ্টি বলেন, ‘সব কিছু হারিয়ে ঋণ নিয়ে বিদেশে গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে চলে আসতে হয়েছে। এখন সেলাইয়ের কাজ করে আমাদের কষ্ট কিছুটা কমবে।’

আরও পড়ুন: আ.লীগ নেতার মদের কারবার বন্ধের দাবিতে পাবনা ডিসি অফিস ঘেরাও


বিজ্ঞাপন


জেলা প্রশাসক বলেন, ‘আমাদের প্রত্যেক সামর্থ্যবান মানুষের উচিত - অসহায় লোকজনের পাশে দাঁড়ানো। তাদের সামান্য সহায়তায় একটি পরিবারের দুঃখ-কষ্ট লাঘব হতে পারে।’

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর