শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শিক্ষার্থীদের জন্য ফলজ চারা রোপণ করল বিওয়াইও

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৫, ০৮:৫৫ পিএম

শেয়ার করুন:

শিক্ষার্থীদের জন্য ফলজ চারা রোপণ করল বিওয়াইও

গাইবান্ধার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী আগ্রহ তৈরির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে ‘বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’। এরই অংশ হিসেবে ফলজ চারা রোপণ শুরু করেছে কর্মীরা।

বুধবার (৬ আগস্ট) গাইবান্ধা সদর উপজেলার রঘুনাথপুর বালক উচ্চ বিদ্যালয় এবং বালিকা উচ্চ বিদ্যালয়সহ আরও বিভিন্ন স্থানে দুই শতাধিক চারা রোপণ করা হয়।


বিজ্ঞাপন


এ সময় উপস্থিত ছিলেন - ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ, সদস্য মনিরুজ্জামান পার্থ, ইসা আকন্দ, বিথী আক্তার, মারুফা খাতুন, ঐশী আক্তার, শান্ত মিয়াসহ অনেকে।

এ বিষয়ে ওই বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক লিটু প্রধান ও নজরুল ইসলাম বলেন, ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের প্রতিষ্ঠান চত্বরে পেয়ার চারা রোপণ করা হয়েছে। এটা অনেক প্রশংসনীয় ও চমৎকার একটি কাজ। 

বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ বলেন, জীববৈচিত্র সংরক্ষণসহ বৃক্ষরোপণ সমাজের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। একইসাথে পরিবেশ ভারসাম্য রক্ষা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি পেলে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী আগ্রহ তৈরি হয়। এ জন্য আমাদের এই কর্মসূচি শুরু করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর