images

সারাদেশ

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মিছিল ও সমাবেশ 

জেলা প্রতিনিধি

০৮ আগস্ট ২০২৫, ০৫:৫০ পিএম

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতারপূর্বক বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। 

শুক্রবার ৮ (আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে খাগড়াছড়ির সকল পেশাজীবী সাংবাদিকবৃন্দ ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। 

আরও পড়ুন: সিলেটে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৯

এরপর মিছিলটি সেলিম ট্রেড সেন্টার ঘুরে প্রেসক্লাবে এলে প্রতিবাদ সমাবেশ হয়। 

খাগড়াছড়ি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সমির মল্লিকের সঞ্চালনায় এবং তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে বক্তব্য দেন - ক্লাবের সহ-সভাপতি মো. জহিরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সভাপতি শাহরিয়ার ইউনূস, সহ-সভাপতি কানন আচার্য প্রমুখ। 

আরও পড়ুন: আপন ২ ভাইকে হত্যার ঘটনায় তিন আসামির ফাঁসির আদেশ 

সাংবাদিক নেতারা বলেন, সারাদেশে সাংবাদিক হত্যার তালিকা বাড়ছে। আমরা গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা চাই, তাদের পরিবারের নিরাপত্তা চাই। গতকাল গাজীপুরে যে সাংবাদিককে হত্যা করা হয়েছে, তার পরিবারকে যেন সরকার আশ্রয় দেয় এবং অপরাধীদের গ্রেফতার করে দ্রুত শাস্তি দেয়। 

এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা ছাড়াও বিভিন্ন উপজেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। 

প্রতিনিধি/ এমইউ