সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিলেটে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৯

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৫, ১০:৫৫ পিএম

শেয়ার করুন:

সিলেটে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৯

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা-বাগানে ইমাম উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার ও বুধবার (৬ আগস্ট) সিলেটের মধ্য জাফলং এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন - উপজেলার জাফলংয়ের মনজ্জির আহমদের ছেলে কপিল উদ্দিন লিটন, মৃত বসন্ত গোয়ালার ছেলে নিরঞ্জন গোয়ালা, শুদু প্রধানের ছেলে আক্কেল প্রধান, বীরেন ঘাটুয়ার ছেলে বিশ্বজিত, চুনিলাল কর্মকারের ছেলে চপ্পল কর্মকার, হৃদয় মৃধার ছেলে সঞ্জিত মৃধা, বীরেন রায়ের ছেলে কাজল রায়, মঙ্গল রায়ের ছেলে কাজল রায় এবং বাবুল কর্মকারের ছেলে সজীব কর্মকার।

সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ বলেন, ‘নিহতের বাবা হরমুজ আলীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিসহ ইতোমধ্যে ৯ জনকে গ্রেফতার করেছে।’

আসামিদের বুধবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট আমলি আদালতে তোলা হয়। আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন বলে তিনি জানান।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর