জেলা প্রতিনিধি
১৩ জুন ২০২৫, ০৬:৩৭ পিএম
মাদারীপুরে যুবক-যুবতীকে জিম্মি করে চাঁদা দাবির অভিযোগে দ্বীপ তালুকদার (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ জুন) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।
ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর বাজারে এ ঘটনা ঘটে। এদিকে চাঁদা দাবির ঘটনায় শুক্রবার সকালে ডাসার থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
আরও পড়ুন: থানার ভেতর সালিশিতে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে মারধর
স্থানীয় সূত্রে জানা যায়, ডাসার উপজেলার শশিকর বাজারের কাছের একটি সড়কে ঘুরতে বের হন স্থানীয় দু’জন যুবক-যুবতী। এ সময় তাদের দু’জনকে জিম্মি করে চাঁদা দাবি করেন একদল বখাটে।
পরে তাদের দাবিকৃত চাঁদার টাকা দেওয়ার আশ্বাস দিয়ে ওই যুবক-যুবতীকে ছাড়িয়ে নিয়ে যায় স্থানীয় শিক্ষক সুমন সরকার ও অমল বিশ্বাস। পরে শশিকর বাজারের ব্যবসায়ী সুজন সরকারের দোকানে রাতে দাবিকৃত চাঁদার টাকা নিতে আসে ওই বখাটে যুবকেরা। এ সময় ওই চাঁদাবাজদের সঙ্গে স্থানীয় লোকজনের হাতাহাতির ঘটনা ঘটে।
আরও পড়ুন: উখিয়ায় অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার
একপর্যায়ে সঙ্গীরা পালিয়ে গেলেও দ্বীপ তালুকদারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয়রা। এদিকে চাঁদা দাবির ঘটনায় ভুক্তভোগী অমল বিশ্বাস বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মাদারীপুরের ডাসার থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, যুবক-যুবতীকে জিম্মি করে চাঁদা দাবির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে ও একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরকেও গ্রেফতার করা হবে।
প্রতিনিধি/ এমইউ