সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

থানার ভেতর সালিশিতে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে মারধর

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১৩ জুন ২০২৫, ০৩:৪১ পিএম

শেয়ার করুন:

থানায় ভেতর সালিশিতে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে মারধর

মাদারীপুরের কালকিনিতে থানার ভেতর হওয়া সালিশে জাতীয় নাগরিক কমিটির সাবেক সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। পুলিশের সামনে ঘটা এই ঘটনায় থানায় অভিযোগ দিলেও নেই কোনো দৃশ্যমান কার্যক্রম। এ কারণে অভিযুক্তদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার। 

শুক্রবার (১৩ জুন) সকালে কালকিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কৃষ্ণনগর এলাকার নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন আহত শওকত সরদার।


বিজ্ঞাপন


আরও পড়ুন: উখিয়ায় অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার 

বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, কালকিনির দক্ষিণ কৃষ্ণনগর এলাকার শওকত সরদারের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে প্রতিবেশী জামাল সরদার ও তার ভাই কালকিনি পৌর আওয়ামী লীগ নেতা কামাল সরদারের সঙ্গে। বিরোধপূর্ণ জমি নিজের দাবি করে পুরোনো গাছ কাটতে যায় মৃত গনি সরদারের ছেলে শওকত সরদার। এতে বাধা দেয় জামাল ও কামাল দু’ভাই। 

এ নিয়ে অভিযোগ গড়ায় থানায়। গত মঙ্গলবার (১০ জুন) বেলা ১২টার দিকে দু’পক্ষকে নিয়ে থানার ভেতর পুকুরপাড়ে সালিশে বসে পুলিশ। উভয়পক্ষের কথাবার্তা শুনে ও কাগজপত্র দেখে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলে উঠে যায় পুলিশ ও সালিশকারীরা। এরপরই শওকতের ওপর অতর্কিত হামলা চালায় জামাল-কামাল এবং তাদের সহযোগীরা। পুলিশের সামনেই ঘটে এই ঘটনা। যা মোবাইলে ধারণ করেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। 

আরও পড়ুন: দেবীগঞ্জে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার


বিজ্ঞাপন


পরে আহত শওকতকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় অভিযুক্ত দু’ভাইসহ পাঁচজনের নামে ওই দিনই লিখিত অভিযোগ দেন শওকত। ঘটনার তিন দিন পরও থানা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো আইনি ব্যবস্থা। 

উল্টো ভুক্তভোগীর পরিবারকে দফায় দফায় হুমকি দিয়ে আসছে প্রতিপক্ষের লোকজন। এরই বিচার দাবিতে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীর পরিবার। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জামাল সরদার। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর