সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উখিয়ায় অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার 

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ১২ জুন ২০২৫, ১০:২৬ পিএম

শেয়ার করুন:

উখিয়ায় অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার 

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণের এক দিন পর চার বছর বয়সী এক রোহিঙ্গা শিশুকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

বুধবার সকাল ৯টার দিকে কুতুপালং ১ নম্বর ক্যাম্প থেকে অপহৃত হয় নুর শেহেরা। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৯টার দিকে একই ক্যাম্প এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন। 


বিজ্ঞাপন


অপহৃত শিশুটি লাম্বাশিয়ার ১ নম্বর ক্যাম্পের বাসিন্দা মাহমুদুল হাসানের মেয়ে। 

এডিআইজি সিরাজ আমীন বলেন, শিশুটি পাশের দাদার বাড়িতে যাওয়ার পথে অজ্ঞাত অপহরণকারী চক্র তাকে অপহরণ করে। পরে অপহরণকারীরা পরিবারের কাছে একটি ফোন নম্বর থেকে যোগাযোগ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং প্রশাসনের সহায়তা নিলে শিশুটিকে হত্যা করার হুমকি দেয়। 

বিষয়টি জানার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। তিনি আরও বলেন, অভিযানের চাপে অপহরণকারীরা শিশুটিকে কুতুপালং ক্যাম্প এলাকাতে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর