জেলা প্রতিনিধি
১৮ মে ২০২৫, ১১:৪৭ এএম
সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ মে) বিকেলে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মাধবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ফেনীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত
বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এস আই) সামছুল হক সুমন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশুরা হলো - মাধবপুর গ্রামের রোশন আলীর ছেলে সামাদ মিয়া (৭) ও খালপাড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে আল-আমিন (৮)।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মাধবপুর গ্রামে রোশন আলীর বাড়ির উঠানে শিশু সামদ ও আল-আমিন খেলছিল। খেলার ফাঁকে সবার অজান্তে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
আরও পড়ুন: পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা
পরে তাদের দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন স্বজনরা। একপর্যায়ে পুকুর থেকে স্বজনরা তাদের উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এস আই) সামছুল হক সুমন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিনিধি/ এমইউ