ফেনীতে সড়ক দুর্ঘটনায় মিত্রা রানী নাথ (১৯) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
শনিবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কসকা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
নিহত মিত্রা রানী নাথ সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের তপন লাল নাথের মেয়ে।
তারা দীর্ঘ দিন সপরিবারে ফেনী শহরের মাস্টার পাড়ার স্বপ্ন রানীভবনে বসবাস করে আসছিলেন। মিত্রা ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে মিত্রা রানী প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হয়। প্রাইভেট শেষে সে তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। পরে মহাসড়কের লেমুয়া ইউনিয়নের কসকা নামক স্থানে মোটরসাইকেলটি দুর্ঘটনাকবলিত হলে স্থানীয়রা তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন মিত্রা রানী।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কালবৈশাখী ঝড়ে স্ত্রী নিহত, বেঁচে গেছেন স্বামী
তবে মিত্রা রানীর স্বজনরা জানান, মিত্রা রানী বাসা থেকে প্রাইভেট পড়ার জন্য বের হয়েছিল। কিন্তু সে কোথায় দুর্ঘটনাকবলিত হয়েছে বা কীভাবে হয়েছে - এ সংক্রান্ত কোনো খবর আমরা সংগ্রহ করতে পারিনি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/ এমইউ

