images

সারাদেশ

ময়মনসিংহে পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার

জেলা প্রতিনিধি

১৬ মে ২০২৫, ১২:১০ পিএম

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের লুট হওয়া একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৫ মে) উপজেলার বেতবাড়ী থানার পাড় উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারির ভেতরের বালুর স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে ভারতীয় পিস্তল ও গোলাবারুদ উদ্ধার

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা খেলার সময় বিদ্যালয় মাঠের দক্ষিণ-পূর্ব পাশে বালুর স্তূপে একটি অস্ত্র দেখতে পান। পরে স্থানীয় ইউপি সদস্য থানায় খবর দিলে পুলিশ বালুর স্তূপ থেকে মরিচাধরা একটি শর্টগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেন।

শর্টগানের বাটে বিডি ২০১৮ লেখা দেখা গেছে। পুলিশের ধারণা, ৫ আগস্টের দিন পুলিশের এই অস্ত্রটি লুট করা হয়েছিল।

আরও পড়ুন: আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আগ্নেয়াস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান। 

তিনি বলেন, বিদ্যালয়ের বাউন্ডারির ভেতরে বালুর স্তূপ থেকে মরিচাধরা একটি শর্টগান ও এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এটি ৫ আগস্ট লুট হওয়া পুলিশের একটি অস্ত্র।

প্রতিনিধি/ এমইউ