রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সেনাবাহিনীর অভিযানে ভারতীয় পিস্তল ও গোলাবারুদ উদ্ধার

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ১৬ মে ২০২৫, ০৯:৩৭ এএম

শেয়ার করুন:

সেনাবাহিনীর অভিযানে ভারতীয় পিস্তল ও গোলাবারুদ উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর কবরস্থানে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় পিস্তল ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর মেহেরপুর ক্যাম্প শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ বিষয়টি নিশ্চিত করে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ১৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। 

তখন একটি অবৈধ ভারতীয় ওয়ান শুটার পিস্তল, ৩৩ রাউন্ড ০.২২ মিমি গুলি, সাত রাউন্ড ১২ গেজ গুলি ও ১৮টি ১২ গেজ কার্তুজের খোসা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মেহেরপুর ক্যাম্পের সদস্যরা।

আরও পড়ুন: কক্সবাজারে যৌথবাহিনীর অভিযান: অস্ত্র ও মাদক উদ্ধার


বিজ্ঞাপন


ক্যাম্প সূত্রে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের কবরস্থানে চোরাচালানকারীরা অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রেখেছে এ ধরনের গোপন খবরের ভিত্তিতে মেজর ফজলে রাব্বির নেতৃত্বে একটি অভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে কবরস্থান এলাকাটি তল্লাশি করে একটি ওয়ান শুটার ভারতীয় পিস্তল, ৩৩ রাউন্ড ০.২২ মিমি গুলি, সাত রাউন্ড ১২ গেজ গুলি এবং ১৮টি ১২ গেজ কার্তুজের খোসা উদ্ধার করা হয়।  

উদ্ধারকৃত পিস্তল ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর