images

সারাদেশ

ঝিনাইদহে দুই হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে মিন্টু

জেলা প্রতিনিধি

০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫১ পিএম

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে পৃথক দুটি হত্যা মামলায় ৫ দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৭টায় নজিরবিহীন নিরাপত্তায় মিন্টুকে ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে হাজির করা হয়। ২০১৫ সালে জেলা শহরের মর্ডান মোড়ে নিহত যুবলীগ কর্মী তরিকুল হত্যা মামলার তদন্তকারী ঝিনাইদহ সিআইডির পরিদর্শক মারফত আলী ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন

ইসলামী আলোচককে হাতুড়িপেটা, পলকসহ ২৯ নামে মামলার আবেদন

অপর মামলা ২০১৩ সালে জেলা শহরের হাটের রাস্তায় জামায়াত কর্মী আব্দুস ছালাম নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় সদর থানার এসআই জাহাঙ্গীর আলম। এ মামলায় আদালত ২ দিনের রিমান্ডের মঞ্জুর করেন। মোট ৫ দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে মিন্টুকে। এসময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করেন।

thumbnail_Jhenidah_mintu_remand

আইনজীবীরা দাবি করেন, তরিকুল ও ছালাম হত্যার ঘটনায় মিন্টুকে উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হচ্ছে। এ বিষয়ে আদালতের কাছে তথ্য প্রমাণ উপস্থাপন করেন তারা।

অপরদিকে জামায়াত কর্মী ছালাম হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কামাল আহম্মেদ বাবুকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানায় মামলার তদন্তকারী ঝিনাইদহ সদর থানার এসআই জাহাঙ্গীর আলম। আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত থেকে সকাল ৮টার দিকে সাইদুল করিম মিন্টু ও গ্যাস বাবুকে ঝিনাইদহ সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়। সেখানে ৫ সদস্যের একটি মেডিকেল টিম স্বাস্থ্য পরীক্ষা করেন। এরপর মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি ও গ্যাস বাবুকে পুলিশ রিমান্ডে সদর থানায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন

চাঞ্চল্যকর ফয়সাল হত্যাকাণ্ডের ৪ আসামি গ্রেফতার

সকাল ৭টার দিকে কঠোর নিরাপত্তায় মিন্টু ও গ্যাস বাবুকে জেলা কারাগার থেকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এর আগে ভোর ৬টা থেকে জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সকাল ৭টা ২৫ মিনিটে এজলাসে উঠেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ। প্রথমে সিআইডি ও পরে পুলিশের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরা হয়। এরপর আসামি পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী ইসমাইল হোসাইন বাদশা, আব্দুল মান্নান ও সামছুজ্জামান তুহিন বক্তব্য দেন। রিমান্ডের আবেদন নাকচ করে মিন্টুর জামিনের আবেদন জানান তারা। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তরিকুল ও ছালাম হত্যা মামলায় মিন্টুর ৫ দিন ও ছালাম হত্যা মামলায় গ্যাস বাবুকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।

প্রতিনিধি/এসএস