বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

চাঞ্চল্যকর ফয়সাল হত্যাকাণ্ডের ৪ আসামি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, সাভার ও ধামরাই (ঢাকা)
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫ পিএম

শেয়ার করুন:

চাঞ্চল্যকর ফয়সাল হত্যাকাণ্ডের ৪ আসামি গ্রেফতার

সাভারের আশুলিয়ায় চাঞ্চল্যকর ফয়সাল কবির হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) মানিকগঞ্জ জেলার শিবালয় থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গত শনিবার (৩০ ডিসেম্বর) আশুলিয়ার গাজীরচট এলাকায় ফয়সালকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জ জেলার শিবালয় থানার বেচপাতা এলাকার মো. মহিউদ্দিন ওরফে মহির (৩০), বগুড়া জেলার ধনুট থানার সোনারগাও এলাকার শাহ আলম (২৬), ঢাকা জেলার আশুলিয়া থানার আমবাগান কবরস্থান এলাকার রাহুল (৩০) ও একই এলাকার হাবিব (৩৪)।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির এসব তথ্য জানান।

আরও পড়ুন

পটুয়াখালীতে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক

সংবাদ সম্মেলনে মো. শাহীনুর কবির জানান, আশুলিয়ায় শহিদুল ও শরীফুল পক্ষের লোকজনের মধ্যে জমির মালিকানা নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। গত শনিবার শরিফুলের লোকজন শহিদুলের লোকজনকে মারধর করে। এরপর শহিদুলের লোকজন শরিফুলকে মারার উদ্দেশে খুঁজছিলেন। সন্ধ্যার দিকে শহিদুল পক্ষের মো. মহিউদ্দিন, শাহ আলম, রাহুল ও হাবিব আশুলিয়ার গাজীরচট এলাকায় শরিফুল পক্ষের ফয়সালকে পেয়ে চাপাতিসহ ধারাল অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আহত করেন। আহত ফয়সালকে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ধামরাই ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, ফয়সালের বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর গতকাল সোমবার মানিকগঞ্জ জেলার শিবালয়ে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি চাপাতি, ২টি ছোরা ও ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর