জেলা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৫ পিএম
বর্ণিল আয়োজনে পাহাড়ি নৃত্য ও গানে খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান ‘খাসি সেং কুটস্নেম’ উদযাপন করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরের পর কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে এ উৎসব অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: চুনারুঘাটে মহারাস উৎসবের সাজ সাজ রব
স্থানীয় সূত্রে জানা যায়, ‘খাসি সেং কুটস্নেম’ বা বর্ষবিদায় খাসিয়াদের একটি সার্বজনীন উৎসব। প্রাচীন খাসিয়া সমাজে দেবতার প্রতি সন্তুষ্টি প্রকাশের মধ্য দিয়েই এ উৎসব পালিত হতো। প্রতি বছরের ন্যায় এবারও কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জির খেলার মাঠে নানা সমারোহে এ উৎসবের আয়োজন করা হয়।
বর্ষবরণ ও বিদায় অনুষ্ঠানে খাসিয়ারা তাদের প্রাচীন ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে আদি পাহাড়ি নৃত্য ও গান পরিবেশন করেন। পাশাপাশি তাদের জীবিকার প্রধান উৎস জুম চাষ এবং জীবন-জীবিকার বিভিন্ন পদ্ধতি নৃত্যের মাধ্যমে তুলে ধরেন। উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনাসহ পাহাড়ি খাবার খেয়ে আনন্দ করে নিজেদের সামাজিক সম্পর্ক সুদৃঢ় করতে অঙ্গীকারাবদ্ধ হন তারা।
আয়োজকেরা জানান, খাসিয়া সম্প্রদায়ের পাশাপাশি এই বর্ষবরণ অনুষ্ঠানে বাঙালি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ দেশি-বিদেশি পর্যটকরা অংশগ্রহণ করেন। ব্রিটিশ শাসন আমল থেকে ভারতের মেঘালয় রাজ্যে ২৩ নভেম্বর খাসি বর্ষবিদায় ‘খাসি সেং কুটস্নেম’ পালন করা হয়। ২৪ নভেম্বর রোববার থেকে শুরু হবে খাসি বর্ষবরণ।
আরও পড়ুন: চাঁদপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী মাহফিল
সংগঠনের মুখপাত্র সাজু মারছিয়াং বলেন, আর্থিক সংকটের কারণে এ বছর অনুষ্ঠানটি বাতিল করার সিদ্ধান্ত থাকলেও, শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সর্বাত্মক সহযোগিতা, স্থানীয় প্রশাসন ও খাসি নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে উৎসবটি আয়োজন সম্ভব হচ্ছে।
খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক ফিলা পতমী জানান, আমরা প্রতি বছর বর্ষবরণ করি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে। আমার গান ও খেলাধুলার আয়োজন করি। মূলত, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাদের ঐতিহ্য ধরে রাখে এজন্য এই আয়োজন।
প্রতিনিধি/ এমইউ