বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

চুনারুঘাটে মহারাস উৎসবের সাজ সাজ রব

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪, ১০:২৪ এএম

শেয়ার করুন:

loading/img

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামে মনিপুরীদের আবাসস্থলে শিল্পীরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে। সেখানে মহারাস উৎসব নিয়ে সাজ সাজ রব বিরাজ করছে।  

শুক্রবার (১৫ নভেম্বর) সেখানে অনুষ্ঠিত হবে ১৮১তম রাস উৎসব। 


বিজ্ঞাপন


চুনারুঘাট উপজেলার উত্তর ছয়শ্রী মহাপ্রভু মণ্ডপে শুক্রবার সকাল ৫টায় মঙ্গল আরতির মাধ্যমে শুরু হবে এই উৎসব।

আরও পড়ুন: ইন্দুরকানীতে জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত

শনিবার ভোররাত পর্যন্ত তা চলবে। গভীর রাতে মনিপুরী শিল্পীরা নিপুন দক্ষতায় নৃত্যের মাধ্যমে তুলে ধরবেন রাধা-কৃষ্ণের জীবন আলেখ্য। এবার সেখানে উপস্থিত থাকবেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি ড. জহিরুল হক শাকিল ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

মহারাস লীল উদযাপন কমিটির সঙ্গে জড়িত বিরেশ্বর কুমার সিংহ জানান, মঙ্গল আরতির মাধ্যমে উৎসব শুরুর পর মহাপ্রভুর ভোগ আরতি ও মহাপ্রসাদ বিতরণ করা হবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বরগুনায় পূজামণ্ডপ পরিদর্শনে বরিশালের ডিআইজি 

শুক্রবার আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত শ্রী কৃষ্ণের গোচারণ লীলা এবং রাত সাড়ে ১০টা থেকে শনিবার ভোর পর্যন্ত হবে মহারাসলীলা।

প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে অনাড়ম্বর ভাবে অনুষ্ঠিত হয় মহারাসলীলা। জেলার বিভিন্ন স্থান থেকে মুনিপুরী সম্প্রদায়সহ জাতি-ধর্ম নির্বিশেষে অনেকেই ছুটে আসেন মহারাসলীলা উপভোগ করতে। মুনিপুরী নৃত্যকলা শুধু ছয়শ্রী নয়, গোটা ভারতীয় উপমহাদেশ তথা বিশ্বের নৃত্যকলার মধ্যে একটি বিশেষ স্থান দখলে করে আছে। মহারাসলীলায় শিশু থেকে শুরু করে কিশোর-কিশোরী সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাতের বেলায় রাস উৎসব হয়ে ওঠে সবচেয়ে আকর্ষণীয়।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন