বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখার আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির।
শুক্রবার (৮ নভেম্বর) শহরের পুরান বাজার স্টার আল-কায়েদ জুটমিলস সংলগ্ন বালুর মাঠে উদ্বোধনী বয়ান পেশ ও জুমার নামাজে ইমামতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ইন্দুরকানীতে জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত
উদ্বোধনী বয়ান ও জুমার নামাজের জামায়াতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। ৮ নভেম্বর শুরু হওয়া এই মাহফিল চলবে আগামী রোববার (১০ নভেম্বর) পর্যন্ত।
তিন দিনব্যাপী এ মাহফিলে জাতীয় ও স্থানীয় পর্যায়ের শতাধিক দেশবরেণ্য ওলামা-মাশায়েখ উপস্থিত থেকে আলোচনা পেশ করবেন।
আরও পড়ুন: লালন সাঁইয়ের ধামে বসছে ভবের হাট
বিজ্ঞাপন
মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবদিন মাহফিলের বিষয়ে বলেন, মাহফিলে আগত মুসল্লিদের বয়ান শোনার সুবিধার্থে মাঠে বিশাল প্যান্ডেল তৈরি ও নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। বৃহৎ পরিসরে অযু-গোসল ও খাওয়ার জন্য বিশুদ্ধ পানির পাম্প বসানো হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

