জেলা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৪, ০৩:২৫ পিএম
নোয়াখালীর হাতিয়ায় মাথায় কাফনের কাপড় বেঁধে মেঘনা নদীর ভাঙন রোধে ব্লক বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
রোববার (২৭ অক্টোবর) সকালে উপজেলার হরণি ইউনিয়নের চেয়ারম্যান ঘাট এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় স্থানীয়রা প্রতীকী লাশ হয়ে নদীর পাড়ে শুয়ে পড়েন।
আরও পড়ুন: কুড়িগ্রামের নদী তীরবর্তী এলাকায় বেড়েছে ভাঙন
মানববন্ধনে জানানো হয় যে দীর্ঘ দিন ধরে হাতিয়ায় মেঘনা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। এতে করে নিঃস্ব হচ্ছে হাজার হাজার পরিবার।
তাই নদীভাঙন রোধে দ্রুত ব্লক বাঁধ নির্মাণের দাবি জানিয়ে বর্তমান সরকারের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।
আরও পড়ুন: যেকোনো মুহূর্তে তিস্তার পানি বিপদ সীমা অতিক্রম করতে পারে
স্থানীয় বাসিন্দারা জানান, এ পর্যন্ত আমরা অনেকেই ৫-৬ বার নদীভাঙনের কবলে পড়েছি। এখন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। আবার নদীভাঙনের কবলে পড়লে সন্তান ও পরিবার নিয়ে বেঁচে থাকাটা কষ্টকর হয়ে পড়বে।
প্রতিনিধি/ এমইউ