images

সারাদেশ

শায়েস্তাগঞ্জে ১৪৪ ধারা জারি

জেলা প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪০ পিএম

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে চার দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যমগুলো এ বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: ইবিতে জন্মাষ্টমী পালিত

দু’টি ধর্মীয় সংগঠনের মুখোমুখি অবস্থানের কারণে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা ২৬ সেপ্টেম্বর এ আইন জারি করেন।

শায়েস্তাগঞ্জ আহলে সুন্নাত উলামা পরিষদ ২৮ সেপ্টেম্বর থেকে সিরান্নবী (সা.) মাহফিলের প্রস্তুতি নেয়। একই স্থানে একই তারিখে ঈদে মিলাদুন্নবী (সা.) আয়োজনের ঘোষণা দেয় দক্ষিণ হবিগঞ্জ আহলে সুন্নাত ঐক্য পরিষদ।

আরও পড়ুন: হাসিনার ফাঁসির দাবি ইবি শিক্ষার্থীদের

বিষয়টি সমাধানে রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে উভয় পক্ষের সঙ্গে বৈঠক করেন উপজেলা নির্বাহী অফিসার।

কিন্তু উভয় পক্ষ অনুষ্ঠান করার ব্যাপারে অনড় থাকে। এতে ২৬ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা।

প্রতিনিধি/ এমইউ