শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

ইবিতে জন্মাষ্টমী পালিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি 
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৪, ০২:০২ পিএম

শেয়ার করুন:

ইবিতে জন্মাষ্টমী পালিত

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বীরা।

সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের থানা গেটে অস্থায়ী প্রার্থনালয়ে ছোট পরিসরে জন্মাষ্টমী পূজা কর্মসূচি পালন করেন তারা। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: হাসিনার ফাঁসির দাবি ইবি শিক্ষার্থীদের

বন্যাদুর্গতদের সাহায্য করার জন্য অন্য কোনো কর্মসূচি না দিয়ে শুধু পূজা-অর্চনা করেন ভক্তরা।

আরও পড়ুন: ত্রাণ পরিবহনের বাস না দেওয়ায় নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ  

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকান্ত দাস জানান, আমাদের দেশ একটা সংকটকালীন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হাজার হাজার ছাত্র-জনতা এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এরই মাঝে ভয়াবহ বন্যায় লাখ লাখ মানুষ আজ গৃহহীন। 


বিজ্ঞাপন


এই অবস্থায় জন্মাষ্টমী পূজার ব্যয় কমিয়ে ওই টাকা বন্যার্তদের মাঝে দিয়েছি। যার ফলে এ বছর আমরা পূজা ছাড়া অন্য কোনো কর্মসূচি রাখিনি। এছাড়া এবারের পূজায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের জন্য প্রার্থনা করেছি।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর