জেলা প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৮ পিএম
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নওদাপাড়া গ্রামের পুটিমারী খালের মাঠে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
নিহত ব্যক্তির নাম শাহার আলী (৪০)। তিনি উপজেলার নওদাপাড়া গ্রামের মৃত নবীছদ্দীর ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে মাঠে গরু চরাতে যান কৃষক শাহার আলী। এ সময় বজ্রপাত হলে তিনি মারাত্মক আহত হন। পরে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বান্দরবানে বজ্রপাতে মারমা নারীর মৃত্যু
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. হেলেনা আক্তার নিপা বলেন, শাহার আলী নামে একজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
প্রতিনিধি/ এমইউ