শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৮ পিএম

শেয়ার করুন:

ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

ফরিদপুরের নগরকান্দায় গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে বক্কার খান (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের জঙ্গুরদী বিলের পানির মধ্য থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের লোকজন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা হাসপাতালে

মৃত বক্কার খান জঙ্গুরদী গ্রামের বাবু খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ির পাশে বিলের মধ্যে গরুর জন্য ঘাস কাটতে যায় বক্কার খান।

আরও পড়ুন: অষ্টগ্রাম হাওরে বজ্রপাতে কিশোর নিহত


বিজ্ঞাপন


বিকেল হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবার লোকজন তাকে খোঁজাখুঁজি করে। পরে সন্ধ্যার কিছুক্ষণ আগে বাড়ির পাশে বিলের পানির নিচে তার লাশ খুঁজে পায় স্থানীয়রা।

নিহতের ভাই গফফার খান বলেন, গরুর জন্য ঘাস আনতে ডোঙ্গা নিয়ে বিলের মধ্যে যায় বক্কার খান। সে সময় বৃষ্টির মধ্যে ঘন ঘন বজ্রপাত হচ্ছিল।

বজ্রপাতে আমার ভাই মারা যায়। জানাজা শেষে গ্রামের কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর