জেলা প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৪, ০৩:০৬ পিএম
টাঙ্গাইলে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও তাদের সনদ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) সকালে সদর উপজেলার গালা বাজারে ছাত্র ও সর্বস্তরের জনসাধাণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আরও পড়ুন: টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ সমাবেশ
মানববন্ধনে বক্তারা বলেন, গালা গ্রামে আগে ৩/৪ মুক্তিযোদ্ধা ছিল। বিগত সরকারের আমলে অন্তত ১৮ জন মুক্তিযোদ্ধা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত আবেদন যে তদন্ত সাপেক্ষে দেশের সব ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলসহ তাদের আইনের আওতায় আনতে হবে।
এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে আহতদের সুস্থতা কামনা করেন তারা।
আরও পড়ুন: ইয়াসমিন হত্যা দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন - কর্মসূচির প্রধান সমন্বয়ক তারেক হাসান, গালা বাজার সমিতির সভাপতি শামসুল হক, স্থানীয় আনিসুর রহমান উত্তম, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।
প্রতিনিধি/ এমইউ