কিশোরী ইয়াসমিন হত্যা দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন করা হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় বাসসের সাংবাদিক নিহত
এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতা-কর্মীসহ নানান শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচিতে সংগঠনটির জেলা আহ্বায়ক রুবিনা খাতুন, সদস্য শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন রিমাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বিজ্ঞাপন
সে সময় বক্তারা দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানিয়ে এসব ঘটনার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯৯৫ সালে দিনাজপুরে ইয়াসমিন আক্তার নামের এক কিশোরীকে গণধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত।
প্রতিনিধি/ এমইউ