জেলা প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৪, ১২:১৮ পিএম
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের বড় আব্দা এলাকা থেকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ তিন দুষ্কৃতকারীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে বড় আব্দা এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর একটি টিম।
আরও পড়ুন: দীঘিনালার ৮ শতাধিক বন্যার্ত পেল চিকিৎসা ও ওষুধ
অভিযানকালে চারটি রামদা, একটি ছুরি, একটি কুড়াল, একটি শাবল, দু’টি লাইটসহ তিন দুষ্কৃতকারীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন - উপজেলার ১০ নম্বর মিরাশী ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা নুর মিয়ার ছেলে মো. ইকবাল মিয়া (৩০), বড় আব্দা গ্রামের মৃত আব্দুল নুরের ছেলে শহীদ মিয়া (৩০) ও ভূঁইয়ারচর গ্রামের আব্দুল সত্তারের পুত্র ফয়সল মিয়া (২০)।
আরও পড়ুন: মসজিদের চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা, নিহত ১
স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা এলাকার চিহ্নিত দুষ্কৃতকারী। তারা এলাকায় সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে সবসময় ভীত করে রাখত। এছাড়া চুরি-ডাকাতির সঙ্গেও তারা জড়িত। অভিযানকালে ছুরুক মিয়ার ছেলে পিচ্চি সায়েদ নামে এক যুবক পালিয়ে গেছে।
চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় এই বিষয়টি নিশ্চিত করেন।
প্রতিনিধি/ এমইউ