সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ঢাকা

দীঘিনালার ৮ শতাধিক বন্যার্ত পেল চিকিৎসা ও ওষুধ

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪, ০৪:২৩ পিএম

শেয়ার করুন:

দীঘিনালার ৮ শতাধিক বন্যার্ত পেল চিকিৎসা ও ওষুধ

খাগড়াছড়ি দীঘিনালায় বন্যাকবলিত এলাকায় চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। এ সময় আট শতাধিক বন্যার্ত পান চিকিৎসা ও ওষুধ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় দীঘিনালার বোয়ালখালী ইউনিয়নের বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেনাবাহিনীর ফিল্ড অ্যাম্বুলেন্সের আয়োজনে এবং দীঘিনালা জোনের সহযোগিতায় এসব চিকিৎসা সহায়তা দেওয়া হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মসজিদের চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা, নিহত ১

তখন বোয়ালখালী, কবাখালী ও মেরুং ইউনিয়ন এলাকার কয়েকটি গ্রামের ৮০০ বন্যার্ত মানুষ চিকিৎসা নেন। তাদেরকে বিনামূল্যে ওষুধও দেওয়া হয়।

এ সময় খাগড়াছড়ি: ৫ ফিল্ড এম্বুলেন্সের অধিনায়ক লে. কর্ণেল রাকিবুল ইসলাম পিএসসি, দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল ওমর ফারুক পিএসসি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কুমিল্লায় বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা


বিজ্ঞাপন


তখন গাইনি রোগ বিশেষজ্ঞ লে. কর্ণেল সেতারা, মেডিসিন বিশেষজ্ঞ মেজর আসিফ রোবায়েত, গাইনি রোগ বিশেষজ্ঞ মেজর সাবিনা, দীঘিনালা সেনা জোনের চিকিৎসক ক্যাপ্টেন রাকিব, খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. আশুতোষ চাকমা ও দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার শিউলী রহমান রোগীদের চিকিৎসা সেবা দেন।

চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, এ ধরনের দুঃসময়েও সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিয়েছে। এ কারণে আমরা খুশি।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর