জেলা প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৪, ০৩:৩২ পিএম
নানা অনিয়মের অভিযোগ তুলে নেত্রকোনার মোহনগঞ্জের হাছলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তায়জুল ইসলামের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কিছু লোকজন।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা চত্বরে ওই শিক্ষকের পদত্যাগের দাবিতে অর্ধশতাধিক লোকজন মানববন্ধন করেন।
আরও পড়ুন: হাসিনার ফাঁসির দাবি ইবি শিক্ষার্থীদের
এ সময় স্কুলের ৯-১০ জন শিক্ষার্থীও উপস্থিত ছিল। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিনসহ বেশ কয়েকজন এতে বক্তব্য দেন।
পরে এলাকার ছয়জনের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নিবাহী কর্মকর্তার কাছে জমা দেন তারা।
তবে অভিযুক্ত প্রধান শিক্ষক তায়জুল ইসলামের দাবি - ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে কিছু লোক আমার বিরুদ্ধে লেগেছে। সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে তারা মিথ্যা অভিযোগ তুলে আমাকে সরিয়ে দিতে চাইছে। নিজের জায়গা দিয়ে স্কুলটি প্রতিষ্ঠা করেছি। তবে তাদের অভিযোগ তদন্ত হোক প্রমাণিত হলে স্বেচ্ছায় চলে যাব।
আরও পড়ুন: ইবিতে জন্মাষ্টমী পালিত
অভিযোগে বলা হয়েছে - প্রধান শিক্ষক তায়জুল ইসলাম আত্মীয়করণ করে স্কুল পরিচালনা করে ব্যাপক অনিয়ম-দুর্নীতি করেছেন। তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগ রয়েছে বলে তারা অভিযোগে উল্লেখ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবির বলেন, এলাকার লোকজন আমার কাছে এসে একটা অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগগুলো তদন্ত করা হবে। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আসলে তদন্ত ছাড়া কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না।
প্রতিনিধি/ এমইউ