বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০৪ আগস্ট ২০২৪, ১০:৩৮ এএম
সব আবাসিক হল খুলে দিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (৪ আগস্ট) রাত ১টায় এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
আরও পড়ুন: গণগ্রেফতার বন্ধে রাবিপ্রবির শিক্ষার্থীদের অবস্থান, বিক্ষোভ মিছিল
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা বলেন, ‘ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হল খুলে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।’
সেখানে আরও বলা হয়, ‘যদি উক্ত সময়ের মধ্যে হল খুলে না দেওয়া হয়, তবে শিক্ষার্থীরা নিজ দায়িত্বে হলে ঢোকার ব্যবস্থা করবে।’
আরও পড়ুন: অন্যরা খুললে আমরাও হল খুলবো: বেরোবি ভিসি
তবে বশেমুরবিপ্রবি-এর প্রক্টর ড. মো: কামরুজ্জামান বলেন, ‘এই বিষয়ে আমি এখন কিছু বলতে পারবো না। বেলা ১২টায় উপাচার্যের সঙ্গে আমাদের মিটিং আছে, সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।’
প্রতিনিধি/ এমইউ