বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গণগ্রেফতার বন্ধে রাবিপ্রবির শিক্ষার্থীদের অবস্থান, বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৪, ১২:৩৮ পিএম

শেয়ার করুন:

গণগ্রেফতার বন্ধে রাবিপ্রবির শিক্ষার্থীদের অবস্থান, বিক্ষোভ মিছিল

সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যা, নিপীড়ন ও গণগ্রেফতারের প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীরা। 

শনিবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে রাবিপ্রবি ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সমবেত হয় শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গণগ্রেফতার ইস্যুতে হাবিপ্রবি সাদা দলের উদ্বেগ

পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পাশে রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে বিক্ষোভ মিছিল করে এবং সড়কে ১০-১৫ মিনিট অবস্থান নেয়। এরপর আবার বিক্ষোভ মিছিলটি রাবিপ্রবির প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গিয়াস উদ্দিন ও আব্দুস সাত্তার বক্তব্য রাখেন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, ‘একটা যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে নির্বিচারে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হয়েছে। এখন গণগ্রেফতার করা হচ্ছে। শিশু-কিশোরদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে। আমরা এসবের প্রতিবাদ জানাই। সব হত্যার বিচার চাই। জেলে আটক শিক্ষার্থীদের মুক্তি এবং মামলার হয়রানি বন্ধ করতে হবে।’

আরও পড়ুন: কুমিল্লায় গণমিছিলে শিক্ষার্থীদের ঢল


বিজ্ঞাপন


এদিকে কর্মসূচির শেষে সকাল ১০টার দিকে রাবিপ্রবি ক্যাম্পাসে পৌঁছায় পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে করে কোনো অপ্রীতিকর ঘটনা তৈরি হয়নি। 

তবে রাবিপ্রবি শিক্ষার্থীদের অভিযোগ, আসামবস্তি বাজারে পুলিশ শিক্ষার্থীদের আটকে রাখায় অনেকেই কর্মসূচিতে যেতে পারেননি।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর