বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সব হল (৩টি) খুলে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেছেন, হল খোলার বিষয়ে আমাদের নিজস্ব কোনো মতামত নেই, অন্যরা খুললে আমরাও খুলবো।
শনিবার (৩ আগস্ট) ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক শিক্ষার্থী।
বিজ্ঞাপন
আরও পড়ুন: গণগ্রেফতার বন্ধে রাবিপ্রবির শিক্ষার্থীদের অবস্থান, বিক্ষোভ মিছিল
আল্টিমেটাম হিসেবে তারা উপাচার্য, প্রক্টর ও প্রভোস্টকে উদ্দেশ্য করে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি হল খুলে না দেন, সে হিসাবটাও তোলা রইলো। মনে রাখবেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এখন একটা অবস্থানে আছে, বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনের হট স্পট এই ক্যাম্পাস। শিক্ষার্থীদের সহোযোগিতা করবেন, এই আশা ব্যক্ত করছি।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সব হলগুলো বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে পারছে না। এর জন্য শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আবাসিক হল খুলে দেওয়ার জন্য প্রতিবাদ জানাচ্ছে।
বিজ্ঞাপন
শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট মো শাহিনুর ইসলাম বলেন, আমি বিষয়টি কিছুক্ষণ আগে জানলাম, এখন হল প্রভোস্ট ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিব।
শেখ ফজিলাতুন্নেছা নেছা মুজিব হলের প্রভোস্ট তামান্না সিদ্দিকা বলেন, আমি একটু আগেই শুনলাম, এখনও প্রশাসনের সঙ্গে আলোচনা করার সুযোগ পাইনি, আমি একটু পরে কথা বলবো। তারপর এ বিষয়ে জানাতে পারবো।
হল খোলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হাসিবুর রশীদ বলেন, এই অবস্থায় হল খোলার বিষয়ে আমাদের নিজস্ব কোনো মতামত নেই, সবাই খুললে আমরাও খুলবো।
প্রতিনিধি/ এমইউ

