জেলা প্রতিনিধি
১৭ জুলাই ২০২৪, ০৪:৩৭ পিএম
সারাদেশে ছয়জনকে হত্যা এবং আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ হয়েছে।
বুধবার (১৭ জুলাই ) সকাল ১১টায় খাগড়াছড়ি শহরের স্বনির্ভর বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
আরও পড়ুন: গাইবান্ধায় কোটা ইস্যু নিয়ে ত্রিমুখী সংঘর্ষ
মিছিলটি কলেজ গেট হয়ে চেঙ্গী স্কোয়ারে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে অনুষ্ঠিত হয় ।
এ সময় প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর জন্য পাঁচ শতাংশ কোটা পুনর্বহাল রাখার দাবিতে সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।
আরও পড়ুন: নারায়নগঞ্জে সড়ক অবরোধ করে গায়েবানা জানাজা
সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি শান্ত চাকমার সভাপতিত্বে এবং পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৃষ্ণাঙ্কর চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন - হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এন্টি চাকমা ও দফতর সম্পাদক প্রাঞ্জল চাকমা। এ সময় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুব ফোরামের জেলা শাখার সভাপতি কেমরন দেওয়ান।
বক্তারা বলেন, পাহাড়িদের জন্য কোটা ব্যবস্থা পুনর্বহাল রাখা খুবই জরুরি। সরকারি চাকরিতে সংখ্যালঘু জাতিগোষ্ঠীদের জন্য বরাদ্দকৃত পাঁচ শতাংশ কোটা পুনর্বহাল করতে হবে।
প্রতিনিধি/ এমইউ