শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

গাইবান্ধায় কোটা ইস্যু নিয়ে ত্রিমুখী সংঘর্ষ 

জেলা প্রতিনিধি, গাইবান্ধা 
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় কোটা ইস্যু নিয়ে ত্রিমুখী সংঘর্ষ 

কোটা সংস্কারের দাবির আন্দোলনে কয়েকজন ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারী, ছাত্রলীগ ও পুলিশের মধ্যে এই সংঘর্ষ হয়। এ ঘটনাকে ঘিরে জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিকসহ আরও কয়েক নেতা আহত হয়েছেন। একইসাথে একাধিক গণমাধ্যম কর্মীও আহত হয়।  

বুধবার (১৭ জুলাই) সকালের দিকে গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারী ছাত্ররা। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ৬ জনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ 

এরপর অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ অবস্থায় পুলিশ, আন্দোলনকারী ও ছাত্রীলীগের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।  

এতে করে বিদ্যমান পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। পরবর্তীতে গাইবান্ধা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এ হামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিকসহ আরও কয়েকজন আহত হন। পরে জেলা বিএনপির কার্যালয়েও হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন: নারায়নগঞ্জে সড়ক অবরোধ করে গায়েবানা জানাজা      


বিজ্ঞাপন


গাইবান্ধা জেলা আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি-জামাতের ইন্ধনে কতিপয় দুষ্কৃতকারী কর্তৃক গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সন্ত্রাসী হামলা এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, পৌর মেয়র মতলুবর রহমানসহ অন্যান্যদের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা করেছে। তারা দেশজুড়ে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত হয়েছে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর