শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

নারায়নগঞ্জে সড়ক অবরোধ করে গায়েবানা জানাজা 

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ 
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

নারায়নগঞ্জে সড়ক অবরোধ করে গায়েবানা জানাজা 

কোটা পদ্ধতি সংস্কারের দাবি এবং সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা আর পুলিশের গুলিতে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা আদায় করেছে আন্দোলনকারীরা।

বুধবার (১৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়া সড়ক অবরোধ করে রাস্তার ওপর গায়েবানা জানাজা আদায় করেন তারা। এর আগে নারায়ণগঞ্জ শহরের মূল সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। 

আরও পড়ুন: মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

বুধবার সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমবেত হয় শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেলা সাড়ে ১২টার দিকে চাষাড়া গোলচত্বর অবরোধ করে তারা। 

এ সময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে চাষাড়া এলাকা। তখন যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর দেড়টার দিকে সড়কের ওপর নিহত ছাত্রদের গায়েবানা নামাজের জানাজা পড়ে শিক্ষার্থীরা। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: নড়াইলে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

পরে নিহত ছাত্রদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় পথচারী এবং রিকশা চালকরাও মোনাজাতে অংশ নেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর