জেলা প্রতিনিধি
০৩ জুলাই ২০২৪, ০৭:৫৮ পিএম
নাটারের গুরুদাসপুরে একটি মাটির ঘরে মিললো ৫০টি বিষধর সাপের বাচ্চা। সাপগুলো উদ্ধারের পর স্থানীয়রা পিটিয়ে মেরে ফেলেন। এতে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার (৩ জুলাই) সকালে উপজলার মশিন্দা ইউনিয়নের শিকারপাড়া গ্রামের আব্দুল মতিনের মাটির ঘর থেকে ওই সাপগুলো বের করা হয়।
আরও পড়ুন: কৃষকের মাছ ধরার ফাঁদে বিষধর রাসেলস ভাইপার
বাড়ির মালিক কৃষক আব্দুল মতিন জানান, দীর্ঘ দিন ধরে তিনি স্ত্রী-সন্তান নিয়ে মাটির ঘরে বসবাস করে আসছেন। বুধবার সকালে দরজার পাশে একটি সাপের বাচ্চা দেখতে পান তিনি।
তারপর সাপটিকে মারতে গেলে গর্তের ভিতরে চলে যায়। পরে প্রতিবেশীদের জানালে কয়েকজন যুবকের সহযোগিতায় গর্তগুলো লোহার শাবল দিয়ে খুঁড়ে একে একে সাপের বাচ্চা বের করা হয়। এ সময় একটি বড় সাপও বের হয়।
এছাড়া প্রায় এক ঘন্টা ধরে ঘরের বিভিন্ন দেয়াল খুঁড়ে ছোট-বড় প্রায় ৫০টি সাপ উদ্ধার করা হয়। সাপগুলো বিষধর হওয়ায় স্থানীয়রা সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলেন।
আরও পড়ুন: মৌলভীবাজারে বিষধর গ্রিন পিট ভাইপার উদ্ধার
মশিন্দা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ানম্যান আব্দুল বারি বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেইলকে বলেন, শিকারপাড়ায় এক বাড়ি থেকে ৪০/৫০ টি গোখরা সাপের বাচ্চা পাওয়া গেছে। সাপগুলো খুবই বিষধর ছিল। পরে স্থানীয়রা সাপের বাচ্চাগুলোকে পিটিয়ে মেরে ফেলে।
প্রতিনিধি/ এমইউ