images

সারাদেশ

পুকুরে বিষ দিয়ে ৬ লাখ টাকার মাছ মারলো দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি

২৭ জুন ২০২৪, ১০:৩৮ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরে বিষ দিয়ে ছয় লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৬ জুন) রাতে উপজেলার তিরনইহাট ইউনিয়নের তুলশিয়া বিলের পুকুরে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: স্কুলছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত, অভিযুক্ত গ্রেফতার

বিষ প্রয়োগের ফলে পুকুরের ১০০ মণ তথা ছয় লাখ টাকার পাঙাশ মাছ মরে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার বিকেলে শালবাহান এলাকার মনিরুজ্জামান লিটন অভিযোগ করে বলেন, আমরা কয়েকজন মিলে কয়েক বছর ধরে তুলশিয়া বিলে মাছচাষ করছি। এবার পুকুরে পাঙ্গাস চাষ করছিলাম। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।  

বুধবার রাতে কে বা কারা শত্রুতাবশত পুকুরে বিষ প্রয়োগ করে চলে যায়। তারপর থেকে পুকুরের মাছ মরে ভেসে ওঠে। পরে মাছগুলো জেলেদের দিয়ে ডাঙ্গায় তোলা হয়। এতে পুকুরের ১০০ মণ পাঙাশ মাছ মারা গেছে। তাতে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার, গ্রেফতার ৫

এদিকে ঘটনার পর আমরা পুলিশের জরুরি সেবার ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুজয় কুমার রায় বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনও এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ