শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

গাজীপুরে বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার, গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি, গাজীপুর 
প্রকাশিত: ২৭ জুন ২০২৪, ০৮:৫০ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার, গ্রেফতার ৫

গাজীপুরে বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাচালানকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।


বিজ্ঞাপন


আরও পড়ুন: নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে হনুমানের মৃত্যু

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা হলেন - মনজুরুল হক (৬০), জাকির হোসেন (৫০), মো. লাল মিয়া (৪০), জহুরুল ইসলাম ও মোফাস্সেল (৩৫)।

বৃহস্পতিবার বিকেলে গাজীপুর মহানগর উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান মহানগর পুলিশ উপ কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান।

আরও পড়ুন: আম বাগানে রাসেলস ভাইপার, পিটিয়ে মারলো শ্রমিকরা


বিজ্ঞাপন


তিনি বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানার চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপন্ন বন্যপ্রাণী চোরাচালানকারী চক্রের সঙ্গে জড়িত পাঁচ আসামিকে গ্রেফতার করে পুলিশ। তখন তাদের হেফাজত থেকে তিনটি বিরল প্রজাতির হনুমান ও ১৫টি বিপন্ন প্রজাতির টিয়া পাখি উদ্ধার করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, দেশের বিভিন্ন এলাকা থেকে এসব প্রাণী অবৈধভাবে আটক করে নিয়মিত ক্রয়-বিক্রয় ও চোরাচালান করে আসছে তারা। এই ঘটনায় বাসন থানায় মামলা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর