images

সারাদেশ

নোয়াখালীতে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা 

জেলা প্রতিনিধি

০৩ জুন ২০২৪, ০৫:২২ পিএম

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মোহাম্মদ মজিবুল হক নামের এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার (তহশিলদার) বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

সোমবার (৩ জুন) এ মামলা করা হয়।

আরও পড়ুন: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাস্টমস কর্মকর্তা ও তার স্ত্রীর নামে মামলা

দুদকের উপ-সহকারী পরিচালক আরিফুল আহাম্মদ জানান, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার হরনী-চানন্দি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মজিবুল হকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে ৮৩ লাখ ৪৪ হাজার ৪১৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার তথ্য পাওয়া যায়। 

এতে তিনি দুর্নীতি দমন কমিশন আইনে ২০০৪-এর (২৭) ১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। কমিশনের অনুমোদন নিয়ে সোমবার (৩ জুন) দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আরিফ আহাম্মদ বাদী হয়ে ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন: ৪ কোটি টাকার সেতুতে উঠতে লাগে সাঁকো

আজ সোমবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আরিফ আহাম্মদ।

প্রতিনিধি/ এমইউ