images

সারাদেশ

জাল ভোটের অভিযোগে ফুলগাজীতে ১১ যুবক আটক

জেলা প্রতিনিধি

০৮ মে ২০২৪, ০৬:০৮ পিএম

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ফেনীর ফুলগাজী উপজেলায় ভোটগ্রহন শেষ হয়েছে। 

বুধবার (৮ মে) দিনভর উপজেলার বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ১১ জন যুবককে আটক করা হয়েছে। একই সময়ে অন্তত ২৯টি ব্যালট পেপার বাতিল ঘোষণা করেছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা।

আরও পড়ুন: সাঘাটায় জাল ভোট দিতে গিয়ে ওয়ার্ড আ.লীগের সভাপতি আটক

নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ রেজাউল করিম বলেন, দিনভর শান্তিপূর্ণভাবে ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়াসহ নানান অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে।

ফুলগাজি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক যুবকদের বিষয়ে পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: গাইবান্ধায় ভোট বর্জন করলেন চেয়ারম্যান প্রার্থী সেলিম 

ফুলগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসমাত জাহান লিপি জানান, ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে দু’জন চেয়ারম্যান, পাঁচজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে একক প্রার্থী থাকায় মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এখন নির্বাচনী ফলাফল তৈরির কাজ চলছে।

প্রতিনিধি/ এমইউ